রাতের আকাশে তারার মেলা!

avatar

img_0.7273924948094109.jpg

শেষ কবে আকাশে এত তারা দেখেছিলেন? হ্যাঁ, যারা গ্রামের সুন্দর পরিবেশে থাকেন, তারা হয়তো প্রতিদিনই আকাশের এত এত সুন্দর তারা দেখার সৌভাগ্য হয়। কিন্তু আমাদের মতো যারা জীবিকার টানে বাধ্য হয়ে দূরের শহরে থাকে, তাদের পক্ষে আকাশের এত সুন্দর সুন্দর তারার সৌন্দর্য দেখার সৌভাগ্য একেবারেই হয় না।

শহরের আকাশে তারা দেখতে না পাওয়ার অন্যতম কারণ হল শহরের পরিবেশ দূষণ। শহরের তুলনায় গ্রামের পরিবেশে দূষণের মাত্রা একেবারেই নেই বললে চললে। এজন্যই গ্রামের আকাশে প্রতিদিনই এমন সুন্দর একটা রূপ আমরা দেখতে পারি।

ছোটবেলায় বান্দরবান যখন ছিলাম, তখন অবশ্য হরহমেশাই আকাশে এত এত তারা দেখতে পেতাম। সন্ধ্যা নামতে না নামতেই আকাশের বুকে কোটি কোটি তাঁরার মেলা দেখে অবাক হয়ে ভাবতাম, এত তারা কি কখনো গুনে শেষ করা সম্ভব? হয়তো সম্ভব। সেজন্যই তো মাঝে মাঝে খাতা কলম নিয়ে খোলা আকাশের নিচে এসে তারা গুনতে বসে যেতাম আমরা।

img_0.5119091906749668.jpg

তবে সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম তখনই, যখন জানতে পেরেছিলাম আকাশে দেখতে পাওয়া এইসব ছোট ছোট তারাগুলোর আয়তন নাকি সূর্য্যের চেয়েও বিশাল। মানে, ভাবা যায়? আবার একেকটা তারার বয়সও নাকি প্রায় কোটি কোটি বছর হবে।

কিছুদিন আগে অবশ্য তারা নিয়ে একটা আর্টিক্যাল পড়েছিলাম। এইসব তারাগুলোর বয়স যে শুধু কোটির উপর হবে, তা কিন্তু নয়। আরো মজার বিষয় হলো এই যে আজকের আকাশে আমরা যেসব তারা দেখছি, সেগুলো কিন্তু আজকের নয়। বরং আরো কয়েক হাজার বছর আগের। শুনতে একটু অদ্ভুত শুনাচ্ছে, তাই না?

আমরা জানি যে আলোর গতিবেগ সেকেন্ডে ৩ লাখ কিলোমিটার। অর্থাৎ আলো এক সেকেন্ডে প্রায় ৩ লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব আনুমানিক ১৪.৯৬ কোটি কিলোমিটার যাকে ১ নভো-একক হিসেবে বিবেচনা করা হয়। সে হিসেবে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় নেয় প্রায় ৮ মিনিট ১৯ সেকেন্ড।

img_0.1690275368589988.jpg

কিন্তু রাতের আকাশে আমরা যেসব তারা দেখতে পাই, সেগুলোর দূরত্ব কিন্তু সূর্য্যের দূরত্বের চেয়েও অনেক বেশি। যেমন আমাদের সৌরজগতের সবচেয়ে কাছের তারা হচ্ছে প্রক্সিমা সেন্টরি। এটি একটি ল্যাটিন শব্দ, যার অর্থ নিকটবর্তী। সৌরজগতের সবচেয়ে নিকটবর্তী হওয়ার কারণে এর নাম প্রক্সিমা রাখা হয়েছে। এটি ৪.২ আলোকবর্ষ অর্থাৎ প্রায় দশমিক ৪০ ট্রিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। তো আলো যদি প্রতি সেকেন্ডে ৩ লাখ কিলোমিটার পথ অতিক্রমও করে, তাহলে এই প্রক্সিমা থেকে আমাদের পৃথিবীতে প্রক্সিমার আলো আসতে কত বছর লাগবে? আমার ক্যালকুলেটরে এইটার হিসেবে ধরবে না হয়তো।

এই তো গেল শুধুমাত্র একটা তারার কথা। প্রক্সিমা ছাড়াও মহাকাশে কত কত তারা আছে, তার হিসেবে তো কখনো বের করা সম্ভব হবে না। হাজার হাজার বছর ধরে মহাকাশ গবেষকেরা এসব তারা নিয়ে গবেষণা করে আজও কোনো কূল কিনারা করতে পারছে না। যারা মহাকাশ নিয়ে টুকটাক ঘাটাঘাটি করেন, তারা হয়তো জানেন যে বিভিন্ন জার্নালে প্রায় প্রতিদিনই বিভিন্ন রকমের তারা নিয়ে নিয়মিত বিভিন্ন রকমের জার্নাল প্রকাশিত হয় নিয়মিত।

যায় হোক, এসব বিষয় নিয়ে পরবর্তীতে কখনো আলোচনা করা যাবে। আজকে সপ্তর্ষি নিয়ে কতজা বলা যাক।

সপ্তর্ষি বা সাত তারার সাথে তো কম বেশি সবাই পরিচিত, তাই না? সাতটা তারার সমন্বয়ে গঠিত বলে এই নক্ষত্রমন্ডলের নাম এমনটা রাখা হয়েছে। ইংরেজিতে বলে The Great Bear. আকাশ একটু পরিষ্কার থাকলে উত্তর গোলার্ধে এই সপ্তর্ষিকে প্রায় সারা বছরই দেখা যায়। আমার তোলা ছবিতেও কিন্তু এই সপ্তর্ষিকে দেখা যাচ্ছে।

img_0.6357464191502614.jpg

এই সপ্তর্ষি নিয়ে কিন্তু ছোট বেলায় অনেক কিচ্ছা কাহিনী শুনতাম। যদিও আজকের দিনে এসে সে সমস্ত কিচ্ছা কাহিনীকে অনেক হাস্যকর মনে হয়। কিন্তু ছোট বেলায় সেইসব গল্পগুলো আমাদের অনেক অবাক করতো। দল বেঁধে নানু-দাদুর মুখে আমরা এই সমস্ত গল্পগুলো শুনতাম আর প্রতিদিন সন্ধ্যায় সেই সাত তারাকে দেখার জন্য মুখিয়ে থাকতাম। এই সাত তারা দেখতে পাওয়া আমাদের কাছে যেন ইদের চাঁদ দেখতে পাওয়ার মতো। কোনোদিন দেখতে পেতাম, আবার কোনোদিন দেখতে পেতাম না। যখন দেখতে পেতাম, তখন আবার চিল্লাচিল্লি করে অন্যদেরও ডেকে নিয়ে আসতাম। আজকে হুট করে ছোট বেলার সে সমস্ত স্মৃতিগুলো একটু একটু করে মনে পড়ে যাচ্ছিল।

যায় হোক, আজকের শেয়ার করা ছবিগুলো আমার মোবাইল দিয়েই তোলা। মোবাইল ক্যামেরায় ASTROPHOTOGRAPHY নামক একটা অপশন অনেক দিন ধরে দেখে যাচ্ছি। এর আগে বেশ কয়েকবার এই অপশনইটা ইউজ করার চেষ্টা করেছিলাম। কিন্তু ঢাকার আকাশে ASTROPHOTOGRAPHY করে তো কোনো লাভ নেই। কারণ রাতের আকাশে এক চাঁদ ছাড়া আর কিছুই চোখে পড়ে না।

img_0.24261151247367838.jpg

তবে আজকে সন্ধ্যায় আকাশে হুট করে এত এত তারা চোখে পড়ার পর আর লোভ সামলাতে পারলাম না। এই অপশনটা একটু ট্রাই করে দেখলাম এবং রেজাল্ট দেখে আমি সত্যিই হতবাক। অনেক সুন্দর ছবি উঠেছে। এত সুন্দর পরিষ্কার ছবি মোবাইল ক্যামেরায় তোলা সম্ভব হতে পারে, তা কখনো ভাবি নি আমি। আশা করি সকলের কাছেও এই ছবি গুলো ভালো লাগবে।



0
0
0.000
2 comments
avatar

আপনার আকাশ,তারা,আলো সম্পর্কে a
ভালো ধারণা রয়েছে।আপনার ফটোগ্রাফি গুলো ও দারুন হয়েছে ।

0
0
0.000