আজ শুক্রবার ছুটির দিন আশা করছি সকলে ভাল আছেন এবং দিনটা সবার ভাল কাটুক এ প্রতাশা দিয়ে লেখা শুরু করছি।
জীবনের অংক
সেদিও সম্ভবত শুক্রবার ই ছিল।বাবা মা এর একমাত্র মেয়ে লিজা।বাবা মা এর একমাত্র মেয়ে লিজা।বনেদি পরিবারের মেয়ে হওয়ায় কোনকিছুরই অভাব ছিলনা।অষ্টম শ্রেনীতে পাড়া মেধাবী ভদ্র মেয়ে সে।

অষ্টম শ্রেনীর পরীক্ষা সবে শেষ হয়েছে, মেয়েটি বাবার কাছে হাজির মুঠোফোন কিনে দেওয়ার আবদারে।একমাত্র মেয়ে হওয়ার বাবা ও এখানে কেমন যেন মেয়ের আবদারে রাজি হয়ে গেল।তো মোবাইল ফোন পেয়ে লিজা মেবাইলের প্রতি আসক্তি বেড়ে গেল।আর দিনে দিনে সে আসক্তির পরিমান বেড়েই চলছিল।বাবা মেয়ের মোবাইল প্রতি অতি আসক্তি দেখে মেয়ে কে রাগা রাগি করলেন।লিজা তখন বাবা কে ভয় দেখানোর একটি পরিকল্পনা এটে ফেলল চট করে।
মরন খেলা
লিজা একটি অংক করল। লিজার উচ্চতা ছিল ৫ ফুট। মেঝে থেকে জানলার সবচেয়ে উপরের গ্রিলটি ছিল ৮ ফিট উচ্চতায় । মেঝে থেকে জানালার পাশের খাটের উচ্চতা এক ফুট।খাটের উপরে দাড়ালে তার উচ্চতা হয় ৬ ফুট।মাধাবী ছাত্রী হওয়ার কারনে তার অংকটা সহজেই মিলে গেল।বাকী থাকল ২ ফুট দুরত্ব সে দুই ফুট লম্বা একটি দড়ি নিল উপরের গ্রীল ও গলায় দড়ি বেধে লাফিয়ে পড়ল খাট থেকে।

তার অংকটি কি সঠিক ছিল.?
নাহ্ করন দুই ফুট দড়ি গ্রীলে বাধার ও গলায় প্যাচ দেওয়ার করনে ১২ ইঞ্চি কমে গিয়েছিল।যতক্ষণে সে এটা বুঋতে পেরেছিল ততক্ষণে মৃত্যু তার সমনে এসে হাজির।
.jpg)
sorce

এক্ষেত্রে হয়ত মেধাবী নাহলে তার জীবন বেঁচে যেত কারন অংকটা না মিললে হয়ত অপ্রতাশিত মৃত্যুর সংঙ্গে তার দেখাই হত না।আপনাকে জীবনে সফল হতে না খুব জ্ঞানী, হওয়ার দরকার না সকল সমস্যার সমাধন করা দরকার। আপনাকে ধৈযশীল হতে হবে এবং হঠাৎ বুদ্ধি থেকে পিছতে হবে।

আসুন বাচ্চাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরন করি এবং তাদের কর্মকান্ডের উপর দৃষ্টি রাখি কারন একটি ভুল অংক একটি জীবন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট।
join me on Facebook
ধন্যবাদ সকলেক। সুস্থ থাকুন বাসায় থাকুন নিজে বাঁচুন পরিবারকে বাঁচান।