বিবর্তনতত্ত্ব: মানুষের বিবর্তন নিয়ে ভুল ধারণা!

avatar

বিবর্তন - Evolution

বিবর্তন বা অভিব্যক্তি হলো এমন একটি জীববৈজ্ঞানিক ধারণা যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জীবের গাঠনিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের ক্রমপরির্তনকে বুঝায়।

FB_IMG_1593276420751.jpg

বেশিরভাগ বিবর্তন তত্ত্ব না জানা মানুষই উপরের ছবিটা দেখে বিভ্রান্ত হয়। মনে করে মানুষ বানর থেকে এসেছে, আর একটা সিংগেল লাইনে ধাপে ধাপে এসেছে।

আসলে মানুষ আর শিম্পাঞ্জীর কমন পূর্বপুরুষ ছিল। আর সেখান থেকে মানুষ সরল কোন রাস্তায় আসেনি। বিবর্তন জটিল জিনিস। এভুলুশনের পথে অনেক শাখা-প্রশাখা আছে।
কিন্তু এসব আমরা কীভাবে জানলাম!? পৃথিবীর সর্বত্র পাওয়া ফসিল ডেটিং করে, এনালাইজ করে এই থিওরি সাজানো। নতুন ফসিল পেলে তার সাথে মিলে গেলে তো ভালোই, নাহলে আমাদের ম্যাপে সামান্য পরিবর্তন করা হয় সে অনুযায়ী।

Remember, science is based on evidence.

মানুষের বিবর্তনের সকল প্রমান সহ বিস্তারিতঃ
https://humanorigins.si.edu/evidence/human-family-tree



0
0
0.000
0 comments