করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সচেতনতার মাধ্যমেই একে রোধ করা সম্ভব।

avatar

images 1.jpeg
Image Source

পুরো বিশ্বে এখন করোনাভাইরাস একটি আতঙ্কের নাম এবং সম্প্রতি বাংলাদেশের তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশের মানুষ খুবই আতঙ্কিত। সত্যি কথা বলতে গেলে করোনাভাইরাস নিয়ে এতো আতঙ্কিত হওয়ার কিছু নেই। কেন আতঙ্কিত হওয়ার কিছু নেই তার কারন নিচে দেয়া হচ্ছে। যদিও আমি একজন বিশেষজ্ঞ না তারপরও সবগুলো কারনই বিশেষজ্ঞদের কাছ থেকে জানা।

১. সবাই বলে করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা নব্বই হাজার। কিন্তু আপনারা হয়ত জানেন না এর মধ্যে পঞ্চাশ হাজার রোগী ইতোমধ্যে সম্পূর্ণ সুস্হ হয়ে বাড়ি চলে গেছে।

২. এখন জেনে নেয়া যাক করোনাভাইরাসের মৃত্যুহার সম্পর্কে। করোনাভাইরাসে মৃত্যুর হার খুবই সামান্য। করোনাভাইরাসের চেয়ে ডেঙ্গু, ইবোলা, মার্স, সার্স ইত্যাদি ভাইরাস আরও বিপজ্জনক। করোনাভাইরাসে মৃত্যুর হার ১.৫% এর নিচে। তারমানে গড়ে প্রতি ১০০ জন আক্রান্ত মানুষের মধ্যে ১-২ জন মারা যায় যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম।

৩. প্রায় ৮১% করোনা আক্রান্ত রোগীর ক্ষেত্রে রোগটি খুবই সামান্য। এরা সাধারণত ৭-১০ পর সম্পূর্ণ সুস্হ হয়ে যায়। ১৪% রোগীর ক্ষেত্রে ভাইরাসটি হালকা সমস্যার সৃষ্টি করে এবং ৫% রোগীর ক্ষেত্রে ব্যাপারটি গুরুতর হয়ে যায় যদিও এই ৫% এর মধ্য থেকেও সুস্হ হয়েছেন অনেকেই। এই ৫% হলো তারা যাদের বয়স ৫০ এর উর্ধ্বে এবং তাদের বিভিন্ন রোগ আগে থেকেই রয়েছে যেমন শ্বাসকষ্ট, হৃদরোগে আক্রান্ত, লিভারের কোনো রোগ, কিডনির কোনো রোগ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ইত্যাদি। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকার কারনে করোনাভাইরাস তাদের জন্য গুরুতর হয়ে যায়।

৪. করোনাভাইরাস শিশুদের কোনো ক্ষতি করতে পারে না। ৮০ হাজার আক্রান্ত চাইনিজদের মধ্যে মাত্র ৪১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে যাদের সবাই সম্পূর্ণ সুস্থ হয়েছে।

৫. কিশোর-তরুণদের ভয়ের কোনো কারন নেই কারন এখন পর্যন্ত কোনো কিশোর-তরুণ করোনাভাইরাসে আক্রান্ত হন নি। একটি রহস্যজনক মৃত্যু ছাড়া করোনাভাইরাসে ৯-৩৯ বছর বয়সী কারও আক্রান্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

৬. করোনাভাইরাস ২৩ ডিগ্রী সেলসিয়াসের বেশি তাপমাত্রায় ছড়ায় না। অনেকেই বলবেন যে করোনাভাইরাস কে মারতে হলে তো ৭০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। তাহলে ২৩ ডিগ্রী তো এদের কাছে কিছুই না। এখানে ভাইরাসের মৃত্যু এবং ছড়ানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ২৩ ডিগ্রী সেলসিয়াস এর বেশি তাপমাত্রা এদের ছড়িয়ে পড়ার জন্য উপযুক্ত পরিবেশ না। তারমানে বাংলাদেশ সহ যে সকল দেশে শীতকাল শেষ হয়ে গেছে সে সকল দেশে করোনা মহামারি আকারে ছড়াতে পারবে না। এখন অনেকেই বলবেন যে ইরানে তে খুব গরম। তাহলে সেখানে করোনাভাইরাস এত ছড়ালো কেন ? এর উত্তর হল ইরানে এখন শীতকাল চলছে। নিচে ইরানের আজকের তাপমাত্রার ক্রিনশট দেয়া হল।
Screenshot_20200310145536539_com.android.chrome.jpg

৭. করোনাভাইরাস ছড়ায় ড্রপলেট ইনফেকশন এর মাধ্যমে। ড্রপলেট হলো কফ, থুতু, নাকের শ্লেষ্মা এইসব।

৮. করোনাভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায় না। এই ভাইরাসটি সাধারণ ভাইরাসদের চেয়ে বড় ও ভারী হওয়ার এটি বাতাসে ভেসে থাকতে পারে না এবং মাটিতে পড়ে যায়। তাই করোনাভাইরাস মাটি থেকে ছড়ায়।

৯. অনেকেই প্রশ্ন করতে পারেন যে তাহলে চীনে কিভাবে তিন হাজারের অধিক মানুষ মারা গেলো এবং আশি হাজার আক্রান্ত হলো ? এর উত্তর হচ্ছে এই তিন হাজারের সবাই চল্লিশোর্ধ্ব। আর একটি ব্যাপার হল যে চীনে বহুকাল এক সন্তান নীতি চালু থাকায় তাদের দেশে বৃদ্ধদের পরিমাণ বেড়ে যায় এবং তরুণদের পরিমাণ খুবই কমে যায়।

সুতরাং বোঝা যাচ্ছে যে, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার তেমন কিছুই নেই। সাবধানে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলাফেরা করলে করোনাভাইরাসকে প্রতিরোধ করা সম্ভব। করোনাভাইরাসকে প্রতিরোধ করতে হলে ঘন ঘন পানি পান করতে হবে, হাত মুখ সাবান দিয়ে পরিষ্কার রাখতে হবে, মুখে বা নাকে হাত দেওয়ার অভ্যাস থাকলে তা পরিহার করতে হবে,হ্যান্ডশেক পরিহার করতে হবে।

That's all. Thanks everyone for reading my blog. If you find my articles/videos helpful/enjoyable, consider following me. And don't forget to share your thoughts in the comment section below.

bdcommunity is an initiative on the steem blockchain trying to help all Bangladeshi standard authors and share their work and knowledge, to improve their skills. If you are from Bangladesh then you are welcomed here. If you are non Bangladeshi you are also welcomed here as bdcommunity help not only Bangladeshis but also foreigners.

If you want to help @bdcommunity then you can delegate some sp there.

Join bdcommunity on Discord

Subscribe my YouTube Channel

Join Brave and earn BAT tokens from now. Click here

PicsArt_06-17-11.02.03.jpg



0
0
0.000
2 comments
avatar
(Edited)

This post earned a total payout of 0.250$ and 0.125$ worth of author reward that was liquified using @likwid.
Learn more.

0
0
0.000