The Death of RRB 10.1!
The beginning....
The fourth-generation Yozip—a marvel of modern engineering—was currently suspending me mid-air in sublime silence. Yes, a car. But not the crude, clunky kind our ancestors once knew. This was a symphony of silicon, logic, and propulsion, gliding through air, water, and land with equal poise.
Deemed the safest vehicle in all of known history, Yozips hadn’t recorded a single fatal mishap in over three and a half centuries. The only recorded irregularity involved a curious scientist who, in an uncharacteristic display of recklessness, dared to sit in the driver’s seat.
Mistaking him for a rogue pilot bot, the vehicle passed several thousand volts through his body, effectively ending his journey—in every sense. That singular misstep was deemed so grave that no planet was ever named in the man's honor, contrary to the tradition bestowed upon other fallen dignitaries.
In this age, sitting in the driver’s seat of a Yozip was a third-degree crime. Wearing sunglasses while aboard? Second-degree. And failing to respond to a starred communication via Simiter within sixty seconds? Fifth-degree. My Simiter had been ringing for nearly two minutes now.
Abruptly, the Yozip halted mid-air. A security bot activated—silent, precise, and unsentimental. I felt its judgment like a chill in my synthetic spine. Just as it prepared to eject me into oblivion, I touched the screen. The call connected.
Appearing on the interface was a smiling three-star General. But was he human or synthetic? That was not yet clear.
"Honored Scientist Rock Bead," the General said gravely, "I regret to inform you... you are now dying."
“General,” I replied calmly, “there is no need for sorrow. I feel quite well.”
“Please report to my office,” he said, his smile unwavering.
In what medieval scholars might have deemed miraculous, I traversed from Auckland Isles to Birmingham in less than five minutes. Though Auckland was once nestled near Argentina, the Great Merging of Continents had relocated it next to ancient Britain. Now, it was merely a ninety-kilometer hop.
Seated before the General, I still could not ascertain his nature. He repeated with solemn insistence, “You are dying.”
Something in his voice troubled me. He had failed to address me as ‘Honored’—a third-degree offense when speaking to Council Scientists. Had I been removed from the Council? Is this what he meant by death?
Before I could inquire further, the General began to blur, as did the walls, the ceiling, the air itself. He wasn't a man at all—nor a robot—but a sophisticated trick of photonic imagery.
Then everything morphed back.
The grand ceiling—my control panel—the antique firearm beside my rocking chair. The glowing book upon the table: Remembrances of Things Past. My reading chamber. My sanctum.
But the phrase haunted me—“You are dying.”
A chill settled over me, clinging like dew upon a windowpane. Every limb stiffened with dread. I stood, trembling, as I reached toward the curtained chamber within the room. Gently, I parted the veils. A figure lay under the covers.
My double.
Another Rock Bead.
Stricken with paralysis. Blood had pooled in the cerebral ventricle. A stroke—deadly, silent, and final. I recognized the symptoms as though they were etched into my own circuitry.
An icy numbness spread from my soles upward. I was petrifying.
Then, the figure under the covers stirred. His limbs spasmed with effort as he raised himself. He looked at me—and saw himself.
“Are you Rock Bead?” he asked, through gritted teeth.
With every ounce of strength I rasped, “Aren’t I?”
“No,” he said. “I am Rock Bead. You... are RRB 10.1—my creation. The tenth-generation, emotion-capable robotic mirror of myself.”
I felt no shock. Only the slow crumble of comprehension.
The words “RRB 10.1” rang like dull bells inside my titanium skull. Something inside me sparked. My joints stiffened; oil oozed from my pores.
Then the explosion came.
Not from outside, but from within. An energy surge shot down from the crown of my head. Electricity danced wildly in all directions.
I tried to resist. But the pull was stronger than gravity.
My hands flailed—separate from my will.
The true Rock Bead looked on and whispered, almost kindly, “You are a robot.”
Yes. I was a robot. RRB 10.1. Emotion-equipped but helpless against this cruel irony.
A final internal blast surged through my core. My vision blurred. I heard once more—
“You are a robot. You are Rock Bead’s creation. RRB 10.1.”
Weightless, I drifted. Not through the skies, but through the echo of existential defeat.
From the greatest scientist of a distant world, I had become but a malfunctioning cog—abandoned in the mind of a decaying civilization.
And to that civilization, I left behind only my loathing.
The End!
With💙
©chrysanthemum
This is such a great write up. I felt like I was a part of the story. Keep writing mate.
When someone says that they've linked within the story itself, I feel overwhelming. It will definitely encourage me to write more. Thank you wholeheartedly...
!PIZZA
An excellent science fiction story. You have a lot of imagination, and it shows in this story with every futuristic detail. The story's development is very good, and the twist you add to the plot makes it even more compelling. I was definitely fascinated by this story. Great work.
Thanks for sharing your story with us.
Excelente Tuesday.
Amazing! You've given a subtle critique viewpoint regarding my piece. Thanks for your time to go through all of it. It is noteworthy. FEEL free to suggest me anything..
!PIZZA
Hello @chrysanthemum. This is a brilliant story. Flawless and intelligent. We have an issue though. It comes up with a positive reading (100%) on two reliable AI detectors. It seems you may have used AI tools to edit your piece.
Please see our "topic of the month" at the top of our newsletter from February 2025 about editing with AI. Be sure to avoid using grammar checking tools for rephrasing or rewriting.
We look forward to hearing from you about his wonderful story.
Thank you.
Thanks for your valuable feedback. I am sharing my original script in Bengali of the story. It was written a couple of months earlier. And you are right I took some help from AI to translate some of the portions of the story; notably the beginning part as well as the image is also generated. However, I can assure you that this whole piece is AI free and it’s my own creation.
I am attaching the bengali text here. I hope this finds you well.
আমাকে নিয়ে চতুর্থ প্রজন্মের ইয়োজিপ নামের একটা আরামদায়ক গাড়ি এ মুহূর্তে শুন্যে ভাসছে। হ্যাঁ, গাড়ি-ই।
আবিষ্কারের কয়েকশত বছরের মধ্যেই সর্বকালের সবচেয়ে নিরাপদ যানবাহনের স্বীকৃতি পাওয়া এই গাড়িটি জলে, স্থলে ও আকাশে প্রায় সমান কার্যকর। ইয়োজিপের যুগে যাত্রাপথে সর্বশেষ দুর্ঘটনা ঘটেছিল প্রায় সাড়ে তিনশো বছর আগে। তখন একজন বিজ্ঞানী কৌতূহলবশত গাড়িটির চালকের আসনে বসেছিলেন। ফলস্বরূপ, ইয়োজিপ তাকে চালক রোবট মনে করে তার মধ্য দিয়ে কয়েক হাজার ভোল্টের কারেন্ট পাস করে দিয়েছিল। কেন্দ্রীয় তথ্যকেন্দ্রের হিসাবে সেটিই হচ্ছে গত চারশো বছরের মধ্যে একমাত্র নিয়ম বহির্ভূত মৃত্যু।
ইয়োজিপের চালকের আসনে বসা মানুষের জন্য তৃতীয় মাত্রার অপরাধ। অপরাধের শাস্তি হিসেবে ওই বিজ্ঞানীর প্রতি সম্মান দেখিয়ে তার নামে কোনো গ্রহের নামকরণ করা হয়নি, যেমনটা বাকিদের ক্ষেত্রে করা হয়। ইয়োজিপে বসে সানগ্লাস পরা একটি দ্বিতীয় মাত্রার অপরাধ। তাছাড়া যোগাযোগ মডিউল সিমিটারে তারকা চিহ্নিত যোগাযোগের জন্য রিং হবার এক মিনিটের মধ্যে তাতে সাড়া না দেওয়া একটি পঞ্চম মাত্রার অপরাধ। আমার সিমিটারে প্রায় দুই মিনিট ধরে তারকা চিহ্নিত একটি কল বাজছে। ইয়োজিপ চলতে চলতে শূন্যে থেমে গিয়েছে, তার রক্ষী রোবট আমাকে শাস্তি দেবার জন্য প্রস্তুত। রোবটটি আমাকে ফেলে দিতে যাবে, ঠিক এমন মুহূর্তে আমি সিমিটারের পর্দা স্পর্শ করলাম। রক্ষী রোবটেরা অনুভূতিহীন, তবুও আমার কেন যেন মনে হলো সব প্রস্তুতি নিয়েও কাজটা শেষ করতে না পারায় রোবটটি কিছুটা হতাশ।
সিমিটারের স্ক্রিনে একজন হাস্যোজ্জ্বল তিন তারকা জেনারেলকে দেখা যাচ্ছে। জেনারেল সাহেব মানুষ নাকি রোবট তা ঠিক বোঝা যাচ্ছে না। 'মহামান্য বিজ্ঞানী রক বিড, আমি এই খবরটা আপনাকে দিতে খুবই দুঃখিত যে আপনি এখন মারা যাচ্ছেন।'
'জেনারেল, আপনার দুঃখিত হবার কিছু নেই। আমি ভালো আছি।'
"মহামান্য রক বিড, আপনি দয়া করে এখানে আসুন।'
আমি এখন জেনারেল সাহেবের অফিসে। তিনি মানুষ না কি রোবট, তা এখনো বুঝতে পারিনি। মধ্যযুগের হিসেব মতে, আমি গত পাঁচ মিনিটে অকল্যান্ড দ্বীপপুঞ্জ হাতে বার্মিংহামে এসেছি যার দূরত্ব প্রায় আঠারো হাজার কিলোমিটার। কিন্তু অকল্যান্ড আর্জেন্টিনার কাছে থাকার কথা থাকলেও বছর বিশেক আগে পৃথিবীর সমস্ত ভূভাগকে একত্রিত করার সময় অকল্যান্ডকে প্রাচীন ব্রিটেনের সাথে জুড়ে দেওয়া হয়েছে। ফলস্বরূপ, মাত্র নব্বই কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এসেই আমি এখন জেনারেল সাহেবের কথা শুনতে পাচ্ছি।
"মহামান্য রক বিড, আপনি এখন মারা যাচ্ছেন। 'জেনারেল, আপনি খুবই অদ্ভুত কথা বলছেন। আমি ভালো আছি।'
"আমি সত্য বলছি।'
বিজ্ঞান কাউন্সিলের সদস্যদের "মহামান্য সম্বোধন না করা একটি তৃতীয় মাত্রার অপরাধ। জেনারেল তা করেননি। আমার মনের মধ্যে অজানা সন্দেহ উকি দিয়ে উঠল। আমাকে কি বিজ্ঞান কাউন্সিল থেকে বহিষ্কার করা হয়েছে? এটাকেই কি জেনারেল আমার মৃত্যু বলছেন?
"আপনি মারা যাচ্ছেন।'
আমি সম্বিত ফিরে পেয়ে সামনে তাকাতেই হতভম্ব হয়ে গেলাম। জেনারেল ঝাপসা হয়ে যাচ্ছেন, ঝাপসা হয়ে যাচ্ছে সবকিছু। জেনারেল মানুষ নয়, রোবটও নয়, শুধু আলোকরশ্মির কারুকাজ।
অদ্ভুত! চোখের ভুল? মরীচিকা দেখছি না তো? নাকি এ-ও কোনো আলোর খেলা, জমকালো সিলিং, বাকানো এ তো আমার জিটাল্যাবের কন্ট্রোল প্যানেল, ডানে প্রাচীন একটা আগ্নেয়াস্ত্র, বামে আমার রকবিন্ড রকিং চেয়ারটা। চেয়ারের সামনের টেবিলটায় আলোর কারুকাজে বানানো খোলা বইটা তো 'রেমেমব্রেনস অব থিংস পাস্ট'। হ্যাঁ, আমারই পড়ার ঘর। কোনো সন্দেহ নেই।
"আপনি মারা যাচ্ছেন'- কথাটা বারবার বিপদের ঘন্টা বাজাচ্ছে। সারা দেহ যেন গুটিয়ে ছোটো হয়ে আসতে চাইছে ভয়াবহ কিছু একটার আশঙ্কায়। শীতল ঘামে ভিজে গেছে সারা গা। ঘর্মাক্ত দেহে অনুভব করছি বিচিত্র রোমহর্ষর্ক এক অনুভূতি।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোমল পর্দায় ঘেরা ঘরের মাঝখানে ঝুলন্ত ফুলের নিচে কারুকাজ করা ওই বিছানাও আমার চেনা। হাত কাঁপছে ভীষণ। কাঁপা হাতে পর্দা খামচে ধরে সরিয়ে দিয়ে সাবধানে ভেতরে তাকালাম। চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে কেউ। সাহস করে ভেতরে গিয়ে চাদর সরালাম। নিজের অজান্তেই গলার ভেতর থেকে বিকট বিকৃত আর্তনাদ বেরিয়ে এলো। তার সাথে সাথে অদ্ভুত শব্দে বেজে উঠলো শহরের সবচেয়ে বড়ো ঘড়ির ঘণ্টা। যেন মনে হলো "আপনি মারা যাচ্ছেন।'
চাদরের নিচে থাকা লোকটি আমার প্রতিরূপ, আরেকজন রক বিড। বুঝতে দেরি হলো না তাঁর স্ট্রোক হয়েছে, করোটি-রন্ধ্রে রক্ত জমে গেছে, একাংশ প্যারালাইজড। কোনো ভুল নয়। আমি বোধহয় উন্মাদ হয়ে যাচিছ। চিন্তা-বুদ্ধি লোপ পেয়ে শিরা-উপশিরা হতে কোষ-অঙ্গ-প্রত্যঙ্গ সব অসার হয়ে আসছে। সব শক্তি হঠাৎই নিঃশেষ হয়ে যাচ্ছ, স্তিমিত হয়ে যাচ্ছে হৃৎস্পন্দন শ্বাস-প্রশ্বাসও। আর সজ্ঞানে অসহায় অবস্থায় কি আমাকে দেখতে হবে নিজেরই মৃত্যু? কী করব এখন?
হঠাৎ-ই বুঝতে পারলাম আমার নিজের পায়ের তলা বরফের মতো ঠাণ্ডা হয়ে যাচ্ছে। খুবই স্পষ্ট সে অনুভূতি। পায়ের পাতার পর হাটু পর্যন্ত, তারপর কোমর। দেখতে পেলাম বিছানার লোকটি নড়ছে। আমি পাথরের মতো হয়ে যাচ্ছি। শরীরের নিচের অংশে আর রক্ত প্রবাহিত হচ্ছে না। বুকের উত্থান-পতন কমে আসছে একটু একটু করে।
বিছানার লোকটি খটাখট আওয়াজ তুলে দাঁতে দাঁত ঘষে কোনোমতে নিজের তেড়াবেঁকা হয়ে যাওয়া শরীরটা তুলে বসল। আমি অপার বিস্ময়ে তাকিয়ে দেখলাম সে ঠিক আমারই মতো, কিংবা আমি ঠিক তারই মতো। সে প্রথমে কথা বলল। 'তুমি রক বিড?'
দাঁতে দাঁত চেপে সমস্ত শক্তি একত্রিত করে বললাম, 'তা নয়?"
'না। রক বিড হলাম আমি। তুমি আমার সৃষ্ট দশম মাত্রার মানবিক অনুভূতি সম্পন্ন রোবট আর আর বি ১০.১।"
আমার বিস্মিত হবার ক্ষমতাটুকু রইলো না। চাপা হাহাকার আর আর্তনাদ ছাপিয়ে আগ্নেয়গিরির অগ্নিশিখার মিছে আস্ফালনের মতো মাথার মধ্যে বারবার বাজতে থাকে একটা ভোঁতা আওয়াজ তুমি আর আর বি- ১০.১'। আমার কাঁধ শক্ত হয়ে যাচ্ছে, সবকিছু চকচক করছে। একসময় বুঝতে পারলাম আমার শরীর থেকে তৈলাক্ত কিছু একটা বের হচ্ছে।
কিছুক্ষণ বাদেই প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হলো আমার কানের খুব কাছে। বুঝতে পারলাম মাথার ভেতর থেকে লকলকে কিছু বেরিয়ে এলো। কয়েক মুহূর্ত বিরতি দিয়েই সেখান থেকে বিদ্যুতের স্ফুলিঙ্গ বিচ্ছুরিত হতে শুরু করল। আমি বসে পড়তে চেষ্টা করলাম, কিন্তু অদৃশ্য কিছুর প্রবল আকর্ষণে সামান্য নড়তেও পারলাম না। হাত দিয়ে দেয়াল ছোয়ার চেষ্টা করতেই দেখলাম হাতজোড়া বিভিন্নভাবে এদিকে-সেদিকে নড়ছে।
রক বিড স্মিত হেসে বললেন, তুমি রোবট।'
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি রোবট। অ্যাডাম'স অ্যাপেলের কাছ থেকে কিছু একটা বেরিয়ে এসে আমার চোখ আড়াল করল। প্রকাণ্ড একটা বিস্ফোরণ হলো আরেকবার। তার আগেও শুনলাম, তুমি রোবট। তুমি রক বিডের রোবট আর আর বি ১০.১।' প্রায় সাথে সাথে আমি নিজেকে ভরহীন অনুভব করলাম।
যে গ্রহের শ্রেষ্ঠতম বিজ্ঞানীদের একজন রক বিড থেকে আমি অনন্তকালের জন্য আটকা পড়ে গেলাম এক সামান্য কপোট্রনে। সেই গ্রহের সভ্যতার প্রতি রেখে গেলাম ঘৃণা।
Thank you for that response. This is such a wonderful story. It was disheartening to have that AI reading. It seemed to be a genuine story, and yet that AI reading could not be ignored.
In the future, when you translate please provide the original. We can always check the original instead of the translation. A translation will come up with an AI reading.
It's a pleasure to read your work.
(This is agmoore, member of the curation team).
Thank you folks! I will be more careful about the things you've mentioned. Much obliged!
I love this story. Not a word would I change, and that's saying something for me.
The end...wow. Perfect.
Hay! Thanks for your encouraging words. It inspires a lot.
!PIZZA
Congratulations @chrysanthemum! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)
Your next payout target is 6000 HP.
The unit is Hive Power equivalent because post and comment rewards can be split into HP and HBD
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Check out our last posts:
$PIZZA slices delivered:
@chrysanthemum(3/5) tipped @rinconpoetico7
chrysanthemum tipped drhakam
chrysanthemum tipped agmoore
Come get MOONed!